বুধবার ০৮ জানুয়ারী ২০২৫
সম্পূর্ণ খবর
Sumit | ১৩ এপ্রিল ২০২৪ ১২ : ৫৫Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: ভোটের ময়দান থেকে সাময়িক বিরতি নিতে প্রায় সব রাজনীতিবিদই পছন্দ করেন। ব্যতিক্রম নন রাহুল গান্ধীও। তামিলনাড়ুতে ভোটের প্রচার থেকে হঠাৎই বিরতি নিলেন সোনিয়া পুত্র। সোজা ঢুকে গেলেন মিষ্টির দোকানে। হাতের কাছে এমন সেলিব্রিটেকে পেয়ে রীতিমতো হতচকিত হয়ে গেলেন দোকানের মালিক বাবু। দোকানে ঢুকেই নিজের পছন্দের গুলাম জামুন এক কিলো কিনে নিলেন রাহুল গান্ধী। শুধু তাই নয় বাকি মিষ্টিও সামান্য কিনে নিয়ে গেলেন তিনি। মিষ্টির দোকানে প্রায় ৩০ মিনিট ছিলেন রাহুল। দোকানের মালিক তাঁর থেকে টাকা নিতে রাজী না থাকলেও তিনি সমস্ত মিষ্টির দামই দিয়ে যান। হাতের কাছে রাহুলকে পেয়ে আহ্লাদে আটখানা দোকানের মালিক থেকে শুরু করে কর্মচারী সকলেই। প্রসঙ্গত, লোকসভায় ৩৯ টি আসন রয়েছে তামিলনাড়ুতে। প্রথম দফা অর্থাৎ ১৯ এপ্রিলই হবে ভোট। ফল ঘোষণা হবে ৪ জুন।